বিয়ের পিঁড়িতে বসার আগে বাস কেড়ে নিলো হুমায়নের প্রাণ!

মুকুল কান্তি দাশ, চকরিয়া ॥

হুমায়ন কবির প্রকাশ লোকমান (৩০)। আগামী সোমবার (২০ জানুয়ারি) বিয়ের দিন ধার্য্য ছিলো হুমায়ন কবিরের। কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ন কবিরের। বিয়ের পিঁড়িতে বসার আগেই যাত্রীবাহি একটি বাস কেড়ে নিলো হুমায়ন কবিরের স্বপ্ন। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলায় ডুলাহাজারাস্থ বালুচর এলাকায়।

নিহত হুমায়ন কবির প্রকাশ লোকমান ওই উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বালুচর এলাকার বশির আহমদের ছেলে। তিনি মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের দারোয়ানের দায়িত্বে ছিলেন।

নিহত হুমায়ন কবিরের মামাতো ভাই রেজাউল করিম জানান, আগামী সোমবার হুমায়ন কবিরের বিয়ের দিন ধার্য্য ছিলো। পার্বত্য জেলা বান্দরবান জেলার আলীকদম উপজেলা থেকে সোমবার বরযাত্রী গিয়ে নববধুকে নিয়ে আসার কথা। সেজন্য বিয়ের বাজার-সদায় নিয়ে ব্যস্ত দিন পার করছিলো হুমায়ন। ইতোমধ্যে বিয়ের জন্য সব আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ পরিচিতদের নিমন্ত্রণও করে ফেলেছে।

তিনি আরও বলেন, মোটরসাইকেল নিয়ে শুক্রবার বিয়ের কাজের জন্য সকালে বাড়ি থেকে বের হয়ে চকরিয়ার দিকে যাচ্ছিলো। কিন্তু পথিমধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি দ্রæতগতির একটি যাত্রীবাহি বাস ওভারটেক করতে গিয়ে হুমাযন কবিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় তিনি। তার মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো.মেহেদী হাসান বলেন, মোটরসাইকেল আরোহী হুমায়ন কবির মহাসড়কের বালুচর এলাকায় নিহত হয়েছে। খুব সকালে ঘটনা হওয়ায় কীভাবে দূর্ঘটনাটি ঘটেছে জানতে পারিনি।

তবে, শুনেছি যাত্রীবাহি একটি বাস মোটরসাইকেল আরোহী হুমায়ন কবিরকে চাপা দিয়ে পালিয়ে গেছে। আমরা খোঁজখবর নিচ্ছি। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর