কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যা মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারী রয়েছেন। পুলিশের দাবি, গ্রেপ্তার সকলেই এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।
কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, গ্রেফতারকৃত তিনজনকে মৌলভীবাজার থেকে আটক করা হয়েছে। তাদের কক্সবাজারে আনা হচ্ছে। বিস্তারিত তথ্য বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে দেওয়া হবে বলে জানান।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গালের সামনে গোলাম রব্বানী টিপুকে (৫৪) গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন।
পুলিশ এখনো হত্যাকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যক্তিগত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনাস্থল পরিদর্শন করছে। পুলিশ আশা করছে, এই তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের পুরো ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-