কক্সবাজার জার্নাল রিপোর্ট :
১২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কালাম ওরফে ডর মনুকে (৪৮) কে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশের চৌকস আভিযানিক দল।
রোববার (১২ জানুয়ারি) গভীররাতে মহেশখালী থানার এসআই মহসীন চৌধুরী-পিপিএম সঙ্গীয় এসআই সাজ্জাদ হোসেন, এসআই ফরাজুল ইসলাম, এসআই রাজীব চৌধুরী (মাতারবাড়ী), এএসআই জাহাঙ্গীর (চকরিয়া থানা), এএসআই এমদাদ, এএসআই লিংকন ফোর্সসহ চকরিয়ার কোনাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল কালাম ওরফে ডর মনুকে (৪৮) উপজেলার শাপলাপুরের পুঁইছড়ি পাড়ার মৃত নজীর আহমেদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ২টি অস্ত্র এবং ৯টি বনমামলাসহ ১২টি ওয়ারেন্ট রয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার কোনাখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আবুল কালাম ওরফে ডর মনুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি ১২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
তিনি বলেন, আবুল কালামকে আজ (সোমবার) কক্সবাজার আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, মহেশখালী থানায় যোগদানের পর থেকে একের পর এক আসামি আটক ও মামলা নিষ্পত্তি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে স্বল্প সময়ের মধ্যে জনসাধারণের ভালোবাসা অর্জন করে প্রশংসায় ভাসছেন এসআই (উপপরিদর্শক) মহসিন চৌধুরী -পিপিএম।
তিনি যোগদানের প্রথম মাসেরই বিভিন্ন মামলায় দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত ৩৭ জন আসামিসহ, ওয়ারেন্টভুক্ত, মাদক, সামাজিক দাঙ্গা, ও নানাবিধ অসামাজিক কার্যকলাপে জড়িত ৬৬জন আসামিকে গ্রেফতার করে রেকর্ড করেন এবং গেল দুইমাস টানা সেরা হয়ে কক্সবাজার জেলায় ২৯ বার শ্রেষ্ঠত্বের পুরষ্কার পেয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-