নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের মহেশখালীর গহীন পাহাড়ে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি অস্ত্র-মাদক এবং নারী অপহরণ সহ ৬ মামলার অস্ত্রধারী আসামি সরোয়ার কামাল ওরফে সরোয়ারকে (৩৫) গ্রেফতার করেছে মহেশখালী থানার চৌকস আভিযানিক দল।
সোমবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ।
তিনি জানান, এসআই মহসীন চৌধুরী-পিপিএম, এসআই রায়টন দে, এএসআই লিংকন দেব, এএসআই এজাহার সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার (৫ জানুয়ারি) গভীররাতে পূর্ব হরিয়ারছড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০২০ সালে চট্টগ্রাম বাকলিয়া থানায় করা একটি (ইয়াবা) মামলায় আসামি সরোয়ারকে গ্রেপ্তার করা হয়।
তিনি মহেশখালীর পূর্ব হারিয়ারছড়া এলাকার মৃত ইজ্জত আলী ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থাকার কথা স্বীকার করেছেন। মামলা হওয়ার পর থেকে এতদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
এদিকে, মহেশখালী থানায় যোগদানের পর থেকে একের পর এক আসামি আটক ও মামলা নিষ্পত্তি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে স্বল্প সময়ের মধ্যে জনসাধারণের ভালোবাসা অর্জন করে প্রশংসায় ভাসছেন এসআই (উপপরিদর্শক) মহসিন চৌধুরী -পিপিএম।
তিনি যোগদানের প্রথম মাসেরই বিভিন্ন মামলায় দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত ৩৭ জন আসামিসহ, ওয়ারেন্টভুক্ত, মাদক, সামাজিক দাঙ্গা, ও নানাবিধ অসামাজিক কার্যকলাপে জড়িত ৬৬জন আসামিকে গ্রেফতার করে রেকর্ড করেন এবং গেল দুইমাস টানা সেরা হয়ে কক্সবাজার জেলায় ২৯ বার শ্রেষ্ঠত্বের পুরষ্কার পেয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-