নিজস্ব প্রতিবেদক :
ঈদগাঁও উপজেলার খোদাইবাড়ী এলাকায় ৯৫ বোতল ফেন*সিডিলসহ এক মাদককারবারীকে আটক করেছে র্যাব।
গতকাল শুক্রবার একটি বাসে অভিযান চালিয়ে এসব মাদ*ক উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব -১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।
আটক মাদককারবারী মো. ছুরুত আলম কক্সবাজারের সদর বড়ুয়া পাড়ার বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম হতে কক্সবাজারে আসার পথে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি এসব মাদক কক্সবাজারে সরবরাহ করে বলে স্বীকার করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-