হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ যুবদলের সভাপতি প্রার্থী ঘোষণা আব্দুল মাজেদের

বার্তা পরিবেশক :


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের আগেরদিন সভাপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা আব্দুল মাজেদ।

শুক্রবার(২৭ ডিসেম্বর) রাতে গণমাধ্যম কে তিনি এ ঘোষণা দেন।

আব্দুল মাজেদ জানায়,”আমি ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ ছাত্রদলের আহবায়ক ছিলাম। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইউনিয়নের সভাপতি ছিলাম। এরপর ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত উখিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ছিলাম।

২০১৭ সালে উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। দলের দু:সময়ে ত্যাগ স্বীকার করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে সাবেক চারবারের সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরীর হাতকে শক্তিশালী করতে সর্বদা সক্রিয় ছিলাম।

আমাকে যদি সভাপতি নির্বাচিত করা হয় দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মাঠ পর্যায়ে পূর্বে থেকে সক্রিয় ভূমিকায় ছিলাম সেটি ধরে রাখবো।”

আরও খবর