সাংবাদিক রফিকুল আলম মাহমুদের মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

  • ❝ রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানী সাগিরা❞ 

কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লি. এর সাবেক সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক সও ও কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক রফিকুল আলম মাহমুদ’র আম্মা এবং সাংবাদিক আবদুল্লাহ আল আজিজ’র দাদীর আজ ২য় মৃত্যু বার্ষিকী।

হে মহান আরশের মালিক, হে আমাদের পালনকর্তা, আমার পিতা-মাতা সহ সব মুমিনকে আপনি ক্ষমা করুন,আমিন।

আজ প্রায় ৯ বছর ৮ মাস ২৩ দিন, পার হয়ে গেছে বাবা বলে ডাকতে পারছি না। কত সুন্দরময় সুমধুর ডাক… বাবা বাবা.. ডাক হতে বঞ্চিত হয়েছি। আল্লাহর জিম্মায় চলে গেলে। বাবা তুমি যাওয়ার ৭ বছর ৮ মাস ২৩ দিন পর গর্ভধারনী “মা” জননীর ডাক থেকে ও বঞ্চিত হয়েছি- অর্থ্যাৎ আজ ” মা”র মৃত্যুর ২বছর পূর্ণ হলো। ” বাবা” ” মা”র শূন্যতা প্রতিক্ষনে প্রতিটি মুহূর্তে অনুভব করছি। যেটি সবাইকে বলাও যায় না / প্রকাশ ও করা যায় না। যাকে বলে ধুকে ধুকে মরে ও বেঁচে থাকা।

আজকাল অনেকেই মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, যেন তাঁরা সমাজের বোঝা হয়ে গেছেন। কিন্তু, যারা নিজেদের মা-বাবাকে এমনভাবে অভ্যস্ত করতে পারেন, তাদেরকে একবার ভেবে দেখা উচিত, মা-বাবা হারানোর পর আমাদের জীবন কেমন হয়। মা-বাবা জীবনভর আমাদের জন্য ত্যাগ করেছেন, তাদের আদর ও স্নেহে আমাদের বড় করেছেন। তাদের অভাব আমাদের হৃদয়কে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। মা-বাবা ছাড়া আমাদের জীবন শুধুই এক প্রকার শূন্যতা ও একাকীত্বে পরিণত হয়।

যে অভিজ্ঞতা আমাদের কাছে অমূল্য, তা তাদের থেকে আলাদা হয়ে যাওয়ার অনুভূতির মাধ্যমে উপলব্ধি করা যায়। আমরা হয়তো একদিন বুঝতে পারব, তাদের স্মৃতি, শিক্ষা, এবং তাদের সাথে কাটানো মুহূর্তগুলোই আমাদের জীবনের অমূল্য অংশ ছিল।

একটি সমাজের সঙ্গী হিসেবে আমাদের উচিত, তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা। বৃদ্ধাশ্রমে মা-বাবাকে রেখে আসার পরিবর্তে, তাদের সাথে সময় কাটানো, তাদের যত্ন নেয়া, এবং তাদের মূল্য বুঝে তাদের জীবনের প্রতি সম্মান জানানো আমাদের কর্তব্য।

মা-বাবার অভাব আমরা অনুভব করি, তাঁদের পাশে থেকে তাদের সম্মান প্রদান করে আমরা নিজেদেরও পরিপূর্ণ করতে পারি। প্রতিটি বাবা ছেলে মেয়েকে সমান দৃষ্টিতে দেখে কিনা? সমান ভাবে দেখার সবার প্রতি অনুরোধ জানিয়ে শেষ করছি।

হে মহান আল্লাহ, আমার সকল ভাই বোনদেরকে ” বাবা” ” মা”র শূন্যতা বুঝার এবং আমল করার তাওফিক দান করুন। হে মহান প্রভু, তুমি ” বাবা” ” মা”দেরকে জান্নাতের শ্রেষ্টতম মাকাম দান করুন। আমিন। দুনিয়ার সকল বাবা মার জন্য দোয়া কামনা করছি।

সাংবাদিক রফিকুল আলম মাহমুদ
  • লেখক- রফিকুল আলম মাহমুদ
  • প্রাবন্ধিক, সাংবাদিক

আরও খবর