নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আমরা দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব বলে আশা করছি।”
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, “কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ করছে। তবে বাতাসের কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। আগুন কীভাবে লেগেছে, তা এখনো জানা যায়নি।”
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-