ডেস্ক রিপোর্ট :
কক্সবাজারে নামমাত্র দামে লিজ নেয়া হয়েছে হাজার কোটি টাকার জমি। এতে সাবেক সচিব ও আওয়ামী লীগ নেতা কবির বিন আনোয়ার প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।
বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনে প্রায় ৭০০ একর জমি লিজ নেয়া হয়। লিজ বাতিলে পরিপত্র জারি হলেও আদালতের মাধ্যমে চূড়ান্ত সমাধান চান পরিবেশবিদ ও স্থানীয়রা।
কক্সবাজার শহর থেকে ১০ কিলোমিটার দূরে সাগর ও মেরিন ড্রাইভের পাশে শুকনাছড়ি ও দরিয়া নগর। মানুষ, বণ্যপ্রাণি আর নানা গাছগাছালিতে নজরকাড়া গ্রাম। স্থানীয়রা জানান, ২০২১ সালে এ জায়গাটিতে নজর পড়ে আওয়ামী সরকারের প্রভাবশালী সচিব কবির বিন আনোয়ারের। প্রকৃতি ধ্বংসের এ উদ্যোগ নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নামে।
এদিকে, স্থাপনা নির্মাণ ও জমির লিজ বাতিলের দাবিতে আন্দোলনে নামে একাধিক পরিবেশবাদী সংগঠন। আদালতে রিট করে নাগরিক ফোরাম। পরে লিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও রুল জারি করে হাইকোর্ট। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করে আওয়ামী লীগ সরকারের আমলের অপরিকল্পিত নানা উদ্যোগ বন্ধ করার দাবি কক্সবাজারবাসীর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-