টিসিবি’র পণ্য বিক্রির দায়ে উখিয়ার তিন দোকানিকে অর্থদণ্ড

কক্সবাজার জার্নাল রিপোর্ট:


কক্সবাজারের উখিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন মামলায় ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে়ছে উপজেলা প্রশাসন।

শনিবার(২১ ডিসেম্বর) দুপুরে কোর্টবাজার স্টেশনের কাঁচাবাজার ও ভালুকিয়া রোডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মুদির দোকানে টিসিবি’র পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন মামলায় ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যারীন তাসনিম তাসিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম উপস্থিত ছিলেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ইউএনও জানায়,”শনিবার দুপুরে কোর্টবাজার স্টেশনে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন মামলায় ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় টিসিবি’র পণ্য বিক্রি না করতে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।”

আরও খবর