নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর নিয়মিত টহল দল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৪ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে।
শুক্রবার সকাল ১০টায় ঘুমধুম বিওপি এলাকার দায়িত্বপূর্ণ বেতবুনিয়া স্থান থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, ঘুমধুম বিওপি থেকে প্রায় ১.৫ কিলোমিটার পশ্চিমে এবং শুন্যরেখা থেকে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে ৪ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা এবং দুই শিশু রয়েছে। আটককৃতদের পরে বাইশফাঁড়ি বিওপি এলাকার আমবাগান দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-