কুতুবদিয়া সংবাদদাতা :
কক্সবাজারের কুতুবদিয়ায় বহুল আলোচিত মা-মেয়েকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি স্বামী নুরুল আবছার নুরু সওদাগরের ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৬ নভেম্বর) কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী রিমান্ড মঞ্জুরের এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও কুতুবদিয়া থানার এসআই মো. মোজাম্মেল হোসেন পূর্বকোণকে জানায়, ইতিপূর্বে ৩ দিনের রিমান্ডে অপরিচিত নারীদের সাথে পরকীয়ায় জড়িতসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায়। অনুরূপ ঘটনার আসল রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য ওই আসামির আবারও ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আবেদন গ্রহণপূর্বক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর (শনিবার) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার আলী আকবর ডেইলের আব্দুল হাদি সিকদার পাড়া (শান্তি বাজার) এলাকায় নিজ বাসভবনে ‘মুনতাছির ম্যানশনে’ মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় স্বামী নুরু সওদাগরকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো ৪-৫জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত গৃহবধূ রুনা আকতারের বড় ভাই সিরাজ দৌল্লাহ্। এতে স্বামীসহ তিনজনকে আটক করে কারাগারে পাঠানো হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-