স্টাফ রিপোর্টার, কক্সবাজার জার্নাল :
মহেশখালীতে প্রতারণা ও মাদক মামলার সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদের মধ্যে বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকার মৌলানা আবুল কাশেমের ছেলে কফিল উদ্দিন ওরফে মাসুমকে বুধবার বিকেলে কক্সবাজার সদরের কলাতলী এলাকায় এসআই মহসীন চৌধুরী পিপিএম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। তিনি দুটি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
একইদিন গভীররাতে থানা এলাকায় এসআই মহসীন চৌধুরী পিপিএম, এসআই ফরাজুল ইসলাম, এএসআই লিংকন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি দক্ষিণ ঘোনারপাড়া এলাকার মৃত গোলাম বারীর ছেলে জাহেদুল ইসলাম ওরফে ফজল হক এবং আরেক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ঘোনারপাড়ার আবদুল আজিজের পুত্র আমান উল্লাহকে গ্রেফতার করা হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ জানান, গ্রেফতার কফিল উদ্দিন ওরফে মাসুমের বিরুদ্ধে দু’টি মামলা হয় ও জাহেদ এবং আমানের বিরুদ্ধে পৃথক দু’টি মাদক-এর মামলা হয়।আদালত ওই মামলা গুলোর বিচারিক কার্যক্রম শেষে আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেন। এরপর থেকে তারা ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা সূত্রে জানতে পেরে মহেশখালী থানার চৌকস আভিযানিক তাদের গ্রেফতার করে।
তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-