সাবেক এমপি বদির ক্যাডার শ্রমিকলীগ নেতা খলিল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ক্যাডার আব্দুল খলিল চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং গ্রামের নুরুল আমিন চৌধুরী পুত্র। এছাড়া টেকনাফ উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।

শনিবার (২ নভেম্বর) মধ্যরাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া অফিসার) মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য। দীর্ঘদিন ধরে নিরীহ মানুষদের ধরে এনে মারধর, হুমকি দিয়ে তাদের জমি দখলসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

আরও খবর