কক্সবাজারে জেট স্কি থেকে পড়ে পর্যটকের মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সমুদ্র সৈকতে জেট স্কি দুর্ঘটনায় আল মামুন হাউলাদার (৩২) নামে পর্যটকের মৃ’ত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর বারোটার দিকে সৈকতের সীগাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। পর্যটক মামুন বরিশাল অজিরপুরের মো. নুরুল আলম হাউলাদারের ছেলে।

লাইফ গার্ডের কর্মীরা জানিয়েছেন, সৈকতের সীগাল পয়েন্টে জেট স্কি উল্টে গিয়ে এক পর্যটক পড়ে যায়। পর্যটককে বাঁচাতে অনেক চেষ্টার পরেও জেট স্কি চালক তাকে তুলতে পারেনি। কারণ পর্যটক স্বাস্থ্যবান ছিলেন। পরে ২ জন লাইফগার্ড গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পর্যটককে মৃ’ত ঘোষণা করেন। ওই জেট স্কির চালক ছিল মো. সোহেল।

আরও খবর