নিজস্ব প্রতিবেদক :
একবছরের সাজাপ্রাপ্ত মাদক মামলায় পলাতক আসামি মো. নেজাম উদ্দিনকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশের একটি দল। সে বড় মহেশখালী মনু মিয়া সিকদারের বাড়ির গোলাম বারীর ছেলে।
২১ (অক্টোবর) সোমবার গভীররাতে বড় মহেশখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইছার হামিদ।
তিনি জানান, নেজাম উদ্দিন ২০১৯ সালে মহেশখালী থানার একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে সাজা ও পরোয়ানা মাথায় নিয়ে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আসছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার এসআই মহসীন চৌধুরী পিপিএম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-