বাঁশখালী প্রতিনিধি :
বাঁশখালীতে বাঁশের কঞ্চি নিয়ে খেলতে গিয়ে সাইদুল কবির (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার ৭ নম্বর সরল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকার আজিজুর রহমানের পুত্র। সেই পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিকালে সহপাঠীদের সাথে বাঁশের কঞ্চির তীর বানিয়ে খেলাধুলা করার মুহুর্তে একটি তীর এসে সাইদুলের বুকে ঢুকে রক্তক্ষরণ হয়।
বিষয়টি জানতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আঘাত গুরুতর বিবেচনা হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে সাইদুল কবির মৃত্যুবরণ করে। থানা পুলিশ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-