মরিচ্যা চেকপোষ্টে সাড়ে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার: আটক ২

এম,এস রানা, উখিয়া


মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর তারিখ রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি মরিচ্যা যৌথ চেকপোষ্টে টেকনাফ হতে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকের ড্যাশ বোর্ডের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় এককোটি ৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৩৬ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় ট্রাক চালক চট্টগ্রামের চাক্তাই ভাঙ্গাপুর এলাকার মো. আলীর পুত্র মোহাম্মদ আরিফ (৩২), ও চকরিয়া ইলিশিয়া গ্রামের নুরু মিয়ার পুত্র মো. ইসমাইল হোসেনকে আটক করা হয়।

৩০ বিজিবি ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি তিনি বলেন,  আটককৃত আসামীদ্বয়কে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে।

আরও খবর