কক্সবাজারে আলোচিত পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন আটক

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে আলোচিত পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারকে আটক করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের তারাবনিয়া ছড়া এলাকা থেকে তাকে আটক করে যৌথবাহিনী।

আটক সাহাব উদ্দিন সিকদার কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়জুল আজিম জানান, যৌথ বাহিনীর অভিযানে পৌর কাউন্সিলর সাহাব উদ্দিনকে আটক করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে কি কি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সাহাব উদ্দিনকে আটকের পরপরই শতশত মানুষ থানায় উপস্থিত হয়ে অভিযোগ জানাতে থাকেন পুলিশের কাছে।

সেলিম উদ্দিন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এই কাউন্সিলর দীর্ঘদিন ধরে আমাদের জিম্মি করে রেখেছিল। তার একটি বিশাল বাহিনী আছে, যারা জমি দখল থেকে শুরু করে সব ধরনের অপরাধ করতেন।

লিয়াকত নামে আরেক বাসিন্দা বলেন, এই কাউন্সিলর আমার পারিবারিক একটি বিচার করে দেবে বলে ১ লাখ টাকা আত্মসাৎ করেছে। এই টাকা চাইতে গিয়ে অনেক হামলার শিকার হয়েছি। আশা করি, আমি আমার টাকা ফেরত পাবো।