প্রেস বিজ্ঞপ্তি :
রামু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদোগে পরিবেশ বান্ধব নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ফতেকারকুল পুর্ব মেরুংলোয়া ও চরপাডা আইপিএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস সম্প্রতি রামু উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানজিলা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডঃ বিমল কুমার প্রামাণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত দেবনাথ।
আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষক কিষানিবৃন্ধ।
খরিপ মৌসুমের স্কুল গুলোতে ১৪ সপ্তাহে ১৪টি সেশন পরিচালনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক বলেন, নিরাপদ ফসল উৎপাদন বৃদ্বি করতে আইপিএম কৃষক মাঠ স্কুলের ভুমিকা অপরিসীম।
সভাপতির বক্তব্য কৃষি কর্মকর্তা বলেন,জৈব কৃষি ও জৈব বালাই ব্যবস্হাপনার মাধ্যমে কৃষকেরা ফসল উৎপাদন করলে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত হবে।
রামুর কৃষিবিভাগকে সমৃদ্ধ করতে রামুবাসীর সহযোগী কামনা করেন কৃষিকর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-