নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে এক হিজড়াকে কান ধরে উঠবস এবং আরও কয়েকজনকে মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত ফারুকুল ইসলাম নামে এক যুবককে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। গত বুধবার কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল থেকে সুগন্ধা পয়েন্ট এলাকায় হয়রানির শিকার হন ওই নারী ও হিজড়ারা।
এরপর এ ঘটনার বেশকিছু ভিডিও ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিও দেখে জড়িত ফারুকুলকে শনাক্ত করে পুলিশ। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়।
পরে, তাকে ডিবি হেফাজতে নেয়া হয়। বাকিদেরকেও শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান, বুধবার শিক্ষার্থীদের ৫০-৬০ জনের একটি দল সন্দেহভাজন কিছু নারী ও হিজড়াদের বিচ থেকে চলে যেতে অনুরোধ করে। বেশিরভাগ চলে গেলেও কয়েকজন যেতে অসম্মতি জানায়। পরে তাদের মধ্যে একজনকে কান ধরে উঠবস করানো হয়।
অভিযোগ পাওয়া গেছে, হিজড়ারা সবসময় বিচে পর্যটকদের বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতো। তবে, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করেনি নির্যাতিতরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-