ইমরান আল মাহমুদ,কক্সবাজার জার্নাল:
উখিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুম অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ নাজমুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,”আমরা সবাই খাদ্য গ্রহণ করি। তবে খাদ্যের পুষ্টির গুণগত মান সহ ভেজাল বিষয়ে সচেতনতা জরুরী। নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে মাঠ পর্যায়ে সচেতন হতে হবে। উপজেলা প্রশাসনকে কেউ অভিযোগ দিলে সাথে সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। সবচেয়ে বেশি সচেতন হতে হবে মাঠ পর্যায়ে যারা খাদ্য উৎপাদন ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতদের।”
উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা রুবেল সিকদার, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) অরুপ তালুকদার সহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও খাদ্য উৎপাদন-বিক্রয়ের সাথে জড়িত ব্যক্তিির্গরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-