বার্তা পরিবেশক :
সীমান্ত জনপদ উখিয়া উপজেলার প্রাণকেন্দ্র উখিয়া সদর সংলগ্ন ঐতিহ্যবাহী গ্রাম ঘিলাতলী পাড়া।
রাজাপালং ইউনিয়ন (সদর) এর ৫নং ওয়ার্ডভুক্ত গ্রামটির সামাজিক সংগঠন বৃহত্তর ঘিলাতলী ঐক্য পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২০১০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের সাধারণ সদস্যদের মতামত ও উপদেষ্টাগণ’দের সম্মতিতে মীর আকিব’কে সভাপতি ও আবদুল্লাহ হায়াত কে সাধারণ সম্পাদক করে রোববার (০১ সেপ্টেম্বর) অনুমোদিত হয় ১৩ সদস্যের আংশিক কমিটি।
আগামী একমাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার কথা উল্লেখ করে সংগঠনের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, ” সামাজিক সম্প্রতি বজায় রেখে সুন্দর সমাজ বির্নিমাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ বৃহত্তর ঘিলাতলী ঐক্য পরিষদ।”
শিক্ষাবিদ,রাজনীতিবিদ,সমাজসেবক,সরকারি-বেসরকারি পেশাজীবী সহ ঘিলাতলী পাড়ার বরেণ্য এবং গণমান্য ব্যক্তিবর্গরা সংগঠনটির উপদেষ্টা পর্ষদে রয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-