কোর্টবাজারে জে.এস.আর শপিংমলের ২য় শাখার শুভ উদ্বোধন: মিলবে সবধরনের পণ্য!

নিজস্ব প্রতিবেদক :

আনন্দঘন আবহে জমকালো আয়োজনে উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজারে তরুণদের নিয়ে সমাজকে বদলে দেওয়ার শ্লোগানে উদ্বোধন করা হলো অত্যাধুনিক শপিং মল জেএসআর শপিং মলের দ্বিতীয় শাখা।

২০১৪ সালের জুন মাসে মাত্র দুইশো টাকায় যাত্রা শুরু করে জেএসআর স্টুডেন্ট গ্রুপ। পরবর্তীতে কিছু স্বপ্নবাজ তরুণের সঞ্চয়ে প্রতিষ্ঠিত জেএসআর স্টুডেন্ট গ্রুপ রুপান্তরিত হয়ে বর্তমানের সবুজ বাংলা লিমিটেড কোম্পানি। সংগঠটি জেলা শহরের গন্ডি পেরিয়ে দেশি বিদেশি ৪৫ হাজার সদস্যে কানায় কানায় পূর্ণ। এছাড়া চারশো জনের ৬ কোটি টাকা বিনিয়োগে পরিচালিত হচ্ছে কোম্পানিটি।

বর্তমানে মরিচ্যা বাজারে তাদের দুতলা বিশিষ্ট শপিং মল উখিয়ার অন্যতম বৃহত্তম এবং পারিবারিক কেনাকাটার সুযোগসমৃদ্ধ একটি জায়গা। বলা যায় ‘একের ভেতর সব’। যেখানে আপনি শিশু থেকে শুরু করে সব বয়সীদের জন্য শপিং করতে পারবেন। এ ছাড়া রয়েছে ঘরের নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিভিন্ন ধরনের পুতুল, কসমেটিক অর্নামেন্টস, পারফিউম, ছেলে ও মেয়েদের বাহারি জুতা, হোম ডেকোর আইটেমস এবং খেলাধুলা সামগ্রীর বিশাল সম্ভার।

যাত্রার শুরু থেকেই উখিয়ার সর্বস্তরের মানুষের লাইফস্টাইলে প্রয়োজনীয় সব পণ্যের পাশাপাশি তৈরি পোশাকের প্রয়োজন মিটিয়ে চলেছে জেএসআর শপিং মল। সব শ্রেণির ক্রেতাদের সামর্থ্য বিবেচনায় পণ্যের দাম নির্ধারণ করেছে তারা।

তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৩ আগষ্ট) শুক্রবার বিকেলে কোটবাজার কাঁচা বাজারের জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রেতা সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জেএসআর শপিং মলের দ্বিতীয় শাখা। যেখানে ক্রয়কৃত পণ্য থেকে ১০ শতাংশ লভ্যাংশসহ ক্রেতাদের স্বল্প সময়ে একের ভিতর পরিবারের সকল ধরনের পণ্য হাতের নাগালে পৌঁছাতে তাদের এই প্রয়াস।

এর আগে টিটু বড়ুয়ার সঞ্চালনায় জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া শাখার আমির মাওলানা আবুল ফজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সহসভাপতি দলিলুর রহমান শাহীন, দোকান মালিক সমিতির সভাপতি খুরশেদ আলম বাবুল, সম্পাদক আব্দুর রহমান, সাবেক সভাপতি আবু সিদ্দিক সওদাগর, তোফাইল আহমেদ, হলদিয়া পালং ইউনিয়নের ইউপি সদস্য এম. মনজুর আলম, জে.এস.আর শপিংমলের শেয়ার হোল্ডার মুবিনুল হকসহ সেখানকার বিভিন্ন কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মাওলানা বোরহান উদ্দিনের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধনী কার্যক্রম শুরু হয় এবং কোর্টবাজার জামে মসজিদের খতিব মাওলানা রহমতুল্লাহর দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

উদ্বোধন হওয়া জে.এস.আর শপিংমলটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।

আরও খবর