টেকনাফে দুই মিনিটের তীব্র বাতাসে লণ্ডভণ্ড বসতঘর

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে হঠাৎ তীব্র বাতাসে দুই শতাধিক গাছপালা ২০টি বসতঘর, ১০টি বৈদ্যুতিক খুঁটি ও খেত-খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

তিনি বলেন, শনিবার ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে হঠাৎ ২ মিনিটের তীব্র বাতাসে গাছপালা, মানুষের বসতঘর খেত-খামার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত দের সহায়তায় দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম জানান, রাতে বেলায় খাওয়ার শেষে ঘুমিয়ে ছিলাম। এর আগে কোন ধরনের বাতাস বা ভারী বৃষ্টিপাত দেখা যায়নি। ভোররাতে হঠাৎ ২ মিনিটের তীব্র গতির বাতাস ও শিলা বৃষ্টিপাতে গাছপালা ভেঙে মানুষের বসতঘরে পড়ে। সেইসঙ্গে বৈদ্যুতিক খুঁটি সহ অনেক লোকজনের খেত ও খামার ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় হোয়াইক্যং-শামলাপুর সড়কে গাছপালা ভেঙে পড়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে স্থানীয় লোকজন সেগুলো সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে দেন। তবে টেকনাফ উপজেলার অন্য কোথাও এমনটা হয়নি।

আরও খবর