চট্টগ্রামে পুলিশ বক্স ভাঙচুর, সাঁজোয়া যানে ঢিল

চট্টগ্রাম :

চট্টগ্রাম পুলিশ বক্স ভাঙচুর সাঁজোয়া যান লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এ সময় সাঁজোয়া যান লক্ষ করে ঢিল ছুঁড়ে তারা। শুক্রবার (২ আগস্ট) ওয়াসা মোড়ে পৌনে চারটায় এই ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়,জুমার নামাজ শেষে আন্দরকিল্লা মোড় থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলটি নিউমার্কেট, টাইগারপাস হয়ে জিইসি মোড়ের দিকে যাওয়ার সময় ওয়াসা মোড়ে ছাত্রলীগের একটা পক্ষ অবস্থান করছিল।

ওই সময় ছাত্ররা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে গলির দিকে ঢুকে যান। পুলিশের সাঁজোয়া যান দেখে উত্তেজনা তৈরি হলে সেটিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকেন আন্দোলনকারীরা। পরে সেটি ওয়াসা থেকে আলমাস সিনেমা হলের দিকে সরে যায়। এ সময় পুলিশ বক্স ভাঙচুর করে তারা।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সেখানে জমায়েত শেষে মিছিল নিয়ে লালদীঘি ময়দান হয়ে নিউমার্কেট মোড়ের দিকে যান। সেখানে আধাঘণ্টা ধরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ জানান, আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সে হামলা চালায়। এতে কেউ আহত হয়নি।

এ বিষয়ে মামলার হবে কিনা সেটা আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাবো।

আরও খবর