উখিয়ায় আকিজ গ্রুপের সেলস ম্যানেজারের লা’শ উদ্ধার

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


কক্সবাজারের উখিয়ায় রক্তাক্ত অবস্থায় আকিজ গ্রুপের সেলস ম্যানেজারের মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

মঙ্গলবার(১৬ জুলাই) সন্ধ্যায় বালুখালী সৈয়দ কাশেমের বাসা থেকে আনোয়ার আজিমের মরদেহ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসা হয়। সে লোহাগড়ার পদুয়া সিকদার পাড়া এলাকার মৃত জেবর মল্লিকের ছেলে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি(তদন্ত) শফিকুল ইসলাম কক্সবাজার জার্নালকে জানান,”বালুখালী এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।”

উল্লেখ্য, আনোয়ার আজিম আকিজ গ্রুপের সেলস ম্যানেজার হিসেবে বালুখালী তে কর্মরত ছিলেন।

আরও খবর