বান্দরবানে ডে’ঙ্গু আ’ক্রা’ন্ত হয়ে কাউন্সিলর পুত্রের মৃ’ত্যু

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে ডেঙ্গু রোগে আক্রান্ত পৌর কাউন্সিলের পুত্রের মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো.আব্দুল্লাহ (৮)। আজ রোববার সকালে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বান্দরবান পৌরসভার মহিলা কাউন্সিলর শাহানা আক্তার শানুর পুত্র আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়। জ্বরের মাত্রা বেড়ে গেলে শনিবার শিশুকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর ডেঙ্গু রোগ সনাক্ত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে শিশুর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা: মাহাবুবুর রহমান জানান, নিহত ডেঙ্গু আক্রান্ত রোগীকে দেরীতে হাসপাতালে আনা হয়েছিল। ডেঙ্গু সনাক্ত হওয়ার পরও তারা রোগীকে বাড়িতে চিকিৎসা দিয়েছিল। শেষমুহুর্তে রোগীকে হাসপাতালে ভর্তি করানোর পর রোববান চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়।

অপরদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বান্দরবান পৌরসভার সেরেবাংলা এলাকার বাসিন্দা মো. এমরান (৩৩) পাচঁদিন আগে জ্বর হয়ে হাসপাতালে ভর্তি হয়। আর্মী পাড়ার বাসিন্দার রায়সা হাসান (১৫), হৃদিকা হাসান (৬), লাবনি (৩৫) ও রকিবুল হাসান (৩৮) ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি হন। তারা অনেকটাই সুস্থ এখন।

আর্মী পাড়ার বাসিন্দার মো. ঈমন বলেন, আটদিন আগে জ্বর হওয়ার পর ৭দিন আগে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার পর অনেকটাই সুস্থ বোধ করছি।

হাসপাতালের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত ৬৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে ২৪ নারী ও ৪১ জন পুরুষ। আক্রান্তদের মধ্যে ২১ জন গত দুপ্তাহে আক্রান্ত হয় এবং একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

চলতি মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত ৯৫ শতাংশ রোগী বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।