ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
উখিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা গুণলো দুটি প্রতিষ্ঠান।
বুধবার(১০ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোর্টবাজার স্টেশনে অবস্থিত মিষ্টিবন অভিজাত বিপনীতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে ১০ হাজার টাকা ও নিউ আল নুর রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম ও উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
তিনি জানান,”বুধবার মোবাইল কোর্ট পরিচালনার সময় কোর্টবাজারে অবস্থিত মিষ্টিবনে বিভিন্ন পণ্যসামগ্রী মেয়াদোত্তীর্ণ দেখা যায়।
আইন অনুযায়ী মিষ্টিবন থেকে ১০হাজার টাকা ও নিউ আল নুর রেস্টুরেন্ট থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য না রাখতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-