কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।
সোমবার (৮ জুলাই) কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম এ অভিযান পরিচালনা করেন।
কউকের সূত্র জানায়, মেহেদী হাসান নামে এক ব্যক্তি পাঁচতলা ভবনের অনুমতি নিয়ে ছয়তলা ভবন নির্মাণ করছিলেন। বিল্ডিং নির্মাণ আইন-১৯৯৬ অনুযায়ী পরপর তিনটি নোটিশ প্রদান করা হয়েছিল তাকে। তবে তিনি নোটিশগুলো অমান্য করেন।
অবশেষে সোমবার কউক কর্তৃপক্ষ অভিযান চালিয়ে মেহেদী হাসানের নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলে। এ অভিযানের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে আইনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি এবং অনুমোদনহীন নির্মাণ রোধ করার চেষ্টা করা হয়েছে বলে জানান কউক কর্তৃপক্ষ।
এছাড়া কউকের অথরাইজড অফিসার মোহাম্মদ রিশাদ উন নবী জানান, তারা এলাকায় যারা অনুমোদন ছাড়া নির্মাণ করছে তাদের সচেতন করার জন্য দৃশ্যমান ব্যবস্থা নেবেন।
কউকের বার্তা হলো, কোনো অনুমোদন ছাড়া নির্মাণ করা যাবে না এবং তারা কক্সবাজারকে একটি সুপরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-