সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উক্ত বাজেট উপস্থাপন করা হয়।
চলতি অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ১৪৬ কোটি ৮৩ লাখ ৩২ হাজার ৭৩০.৮২ টাকা।
এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন, জেলা পরিষদের সদস্যসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
ঘোষিত বাজেটকে জনবান্ধব বাজেট হিসেবে আখ্যায়িত করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-