সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জালিয়াপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা যুবদলের (০৭) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাব উদ্দিন শাহ। উক্ত কমিটিকে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব দেবেন তিনি।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. ইউসুফ, সহ-সভাপতি হয়েছেন জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হয়েছেন ছৈয়দ আলম, ১নং যুগ্ন সম্পাদক হয়েছেন মো. রুবেল পারভেজ, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সোহেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহাব উদ্দিন।
৪ জুলাই (বৃহস্পতিবার) রাতে উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব খাইরুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার সভাপতি এড. সৈয়দ আহমেদ উজ্জল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশক্রমে এই আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছেন।
সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় শাহাব উদ্দিন শাহ বলেন, প্রথমে মহান আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার সভাপতি শাহাজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর প্রতি প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার সভাপতি এড. সৈয়দ আহমেদ উজ্জল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান এবং উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব খাইরুল আমিনের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে জালিয়াপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা যুবদলের সভাপতির দায়িত্ব দিয়েছেন আমি তাদের আস্থা অক্ষুণ্ণ রাখা এবং প্রতিদান দিতে যা দরকার তাই করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এছাড়াও যারা আমাকে রাজনৈতিক মাঠে আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সুপরামর্শ দিয়েছেন, ফেসবুক ও মোবাইল ম্যাসেজ বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, যারা আমাকে উৎসাহ দিয়েছেন সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। যারা জালিয়াপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা যুবদলের কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়েছেন তাদের প্রতি রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সঙ্গে আমি সকলের সহযোগিতা কামনা করছি যেন আগামি দিনে জালিয়াপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা যুবদলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত যুবদল কমিটি গড়ে তুলতে পারি।
পরিশেষে আমি বলতে চাই আমার উপর অর্পিত দায়িত্ব আমি যেন আদর্শ ও নৈতিকতার সহিত পালন করতে পারি সেই জন্য আমি সকলের আবারো সহযোগিতা করে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারণ্যের অহংকার বিএনপির আগামিদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সহ সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-