কক্সবাজার জার্নাল রিপোর্ট :
মাত্র কয়েক বছর আগেও চালাতেন অন্যজনের গাড়ি। গাড়ির হেলপার হিসেবে কর্মজীবন শুরু করলেও এখন তিনি কোটিপতি। বর্তমানে একটি নোহা, ২টি এক্স নোহা এবং ২টি এম্বুলেন্সের মালিক। আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো করে বদলে গেছে উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকার আলী আকবরের ছেলে আনোয়ারের জীবন। পাল্টে গেছে জীবন-যাপন।
গেল রবিবার (২৩ জুন) মরিচ্যা চেকপোস্টে তার একটি গাড়ি তল্লাশি করে ২৫ হাজার ৮শ পিস ইয়াবাসহ চালক ইয়াছিন আরাফাত (২১) কে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০ বিজিবি)’র টিম। জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত গাড়িটি।
এসময় চালক ইয়াছিন আরাফাত (২১) নামের এক গাড়ির চালককে আটক করা হয়। সে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদারবিল এলাকার মোক্তার আহমেদের ছেলে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ তথ্য জানান।
তিনি জানান, রবিবার ২৩ জুন ৯:২০ মিনিটের সময় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া হতে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার থামানো হয়। এ সময় ২৫ হাজার ৮০০ পিস ইয়াবা সহ গাড়ি চালক ইয়াছিন আরাফাতকে আটক করা হয়।
তিনি আরও জানান, গাড়ি থেকে প্রাপ্ত কিছু ডকুমেন্টস হতে ধারণা করা হয় এটি বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর হেল্থ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন।
আটককৃত আসামীকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের করা রয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।
এদিকে, জানা যায় অর্থিক অনটনে পড়া লেখায় কোন শিক্ষা প্রতিষ্ঠানের মাটিতে পা রাখা হয়নি মিজানের। জীবন যুদ্ধে নেমে কাজ নেন গাড়ি ধোয়ামোছার। কয়েক বছর যেতে না যেতেই হয়ে উঠেন গাড়ির হেলপার। ২০১৯ সাল পর্যন্ত আনোয়ার এভাবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এরপর গাড়ি চালানো রপ্ত করে ড্রাইভার হয়ে যান। ড্রাইভার হওয়ার আগে থেকেই সক্রিয় হয়ে উঠেন মাদক কারবারে। তাঁর দৃশ্যমান কোন ব্যবসা বানিজ্য না থাকলেও গড়ে তুলেছেন কোটি টাকার পাহাড়।
অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন গাড়ির হেলপারি করে জীবিকা নির্বাহ করে আসলেও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে রোহিঙ্গাদের নিয়ে গড়ে তুলেন এক মাদক পাচারকারী সিন্ডিকেট। এছাড়াও ক্রসফায়ারে নিহত উখিয়ার শীর্ষ মাদক কারবারি কলিম উল্লাহর সাথে ছিলো দহরম মহরম সম্পর্ক। সে ক্রসফায়ারে নিহত হওয়ার পর থেকে তাকে পেছনে ফিরে থাকাতে হয়নি। কারণ কলিম উল্লাহর অবৈধ কারবারের অলিগলি জানা ছিলো আনোয়ারের। এছাড়াও কলিম উল্লাহর স্ত্রী’র সাথে রয়েছে অন্যরকম এক সম্পর্ক। সেই থেকে আজ পর্যন্ত নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন ইয়াবা পাচার। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে থেকে যান ধরা ছোঁয়ার বাইরে।
এছাড়াও সে উখিয়ার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি হিসাবে মাদকের আরতখানায় পরিনত করেছে এই আনোয়ার সিন্ডিকেট। সেখানে জড়িত রয়েছে বিভিন্ন রিকশাচালক ও টমটম ড্রাইভাররা। তারা নিজ এলাকাসহ অন্যান্য জায়গায় পাইকারি ও খুচরা হিসাবে মাদক পাচার করে রাতারাতি লাখ লাখ টাকার মালিক বনে যায়। এ নিয়ে এলাকায় আলোচনার ঝড় বয়ে যাচ্ছে ।
স্থানীয়রা বলছে, আনোয়ারের দৃশ্যমান কোন ব্যবসা নেই। অল্প বয়সে তাঁর নামে বেনামে অনেক স্বয়-সম্পত্তি রয়েছে। এছাড়াও সে অল্প দিনে ৫টি গাড়ির মালিক। তার এত সম্পদের উৎস কি কারো জানা নেই । আবার সে গাড়ি এনজিওতে ভাড়া দিয়ে সেখানেও অপকর্ম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বিজিবির কাছে ধরা পড়া ২৫ হাজার ৮শ পিস ইয়াবার চালানটি তারই ছিলো বলে বিশ্বস্থ সূত্র জানিয়েছে।
এদিকে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান চললেও এখন পর্যন্ত মাদক কারবার বন্ধ হয়নি যদিও আগের তুলনায় অনেকটা কমেছে। এখনো সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে আসছে বড় বড় মাদকের চালান। বিনিময়ে দেশ থেকে পাচার হচ্ছে দেশীয় পন্য তেল,ডাল,চালসহ নিত্যপ্রয়োজনীয় অনেক দ্রব্যাদি।
বিশেষ করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তারা এসব কাজ করে যাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, নানা সীমাবদ্ধতার কারণে মাদকের পাচার বন্ধ করা যাচ্ছে না। সীমান্তে কড়াকড়ি আরোপের পরও তাদের দৌরাত্ম্য কমছে না। একটি রুট বন্ধ হলে, পাচারকারীরা নতুন নতুন রুট আবিষ্কার করে। সেখানে প্রধান হাতিয়ার হিসাবে কাজ করছে রোহিঙ্গারা। তারা খুব সহজেই নানা কৌশলে সীমান্ত পেরিয়ে মিয়ানমার যাচ্ছে এবং ইয়াবা নিয়ে আসছে। এখন আবার নতুন করে শুরু হয়েছে দেশীয়পন্য পাচারকারী চক্র।
উখিয়া থানার অফিসার ইনচার্জ জানান, মাদক,দুর্নীতি, অনিয়ম এসবের বিরুদ্ধে উখিয়া থানার অভিযান অব্যাহত রয়েছে। মাদক বা অন্যান্য অবৈধ কর্মকান্ডের খবর পেলে তাৎক্ষনিক আমাদের টিম ব্যবস্থা নিচ্ছে। এসব মাদক নিয়ন্ত্রণসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-