নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের চেপটখালী সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ জুন) দুপুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের চেপটখালী ঘাটের পশ্চিমে সাগরতীর সংলগ্ন সমুদ্র সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়।
উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের চেপটখালীর স্থানীয় বাসিন্দা আবদুল মোনাফ জানান, চেপটখালী ঘাটের পশ্চিমে সাগরতীরে ঘোরাফেরার সময় দেখতে পাই বালির উপর অজ্ঞাতনামা একটি লাশ। তবে কোথা থেকে এ লাশ এসেছে তা আমরা জানিনা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, স্থানীয়দের খবরের ভিক্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-