মো. কামাল উদ্দিন, চকরিয়া :
কক্সবাজার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা রেল লাইন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদ, একটি পুরাতন অটো রিক্সা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হারবাং ফাঁড়ি পুলিশ।
মঙ্গলবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদের নেতৃত্বে এস.আই (নিঃ) মোঃ মহসিন চৌধুরী (পিপিএম) ও এএসআই(নিঃ) মো. সোলায়মান খাঁন সহ সংগীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় সমূহ স্থানে অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি চোলাই মদ এবং অটোরিক্সা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় বলে জানা যায়।
আটককৃতরা হলেন, পেকুয়া উপজেলার পশ্চিম জালিয়াকাটা এলাকার জসিম উদ্দীনের ছেলে নেজাম উদ্দিন (২৬)ও বরইতলী ইউনিয়নের হাফালিয়াকাটা এলাকার আব্দুল জব্বারের ছেলে ইমাম হোসেন (৩৮)।
এ বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফরিদ বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-