কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের খুরুস্কুল ও ঈদগাওয়ে পৃথক অভিযান পরিচালনা করে ডাকাত দলের ১৭ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহ্নত অস্ত্র ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে র্যাব৷
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে র্যাব ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে গোপন সংবাদ পেয়ে খুরুশকুলের খুলিয়া পাড়ায় অভিযানে যায় র্যাব। এ সময় উক্ত এলাকাস্থ কমার্স কলেজ সংলগ্ন খুরুশকুল মাঝের ঘাট রাস্তার ব্রীজের উপর ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতিকালে কতিপয় ব্যক্তিরা র্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে অন্ধকারে দিক-বিদিক পলায়নের চেষ্টাকালে ডাকাত দলের ৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পরে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে থাকা অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন সদস্য রাতের অন্ধকারে পালিয়ে যায় বলে জানা যায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১টি রামদা, ৩টি ছুরি (১টি বড়), ১টি লোহার তৈরী কুড়াল সদৃশ্য দেশীয় তৈরী অস্ত্র, ১টি এসএস পাইপ, ১টি কাঠের লাঠি, ১টি টর্চ লাইট, ৪টি এন্ড্রয়েট এবং ৪টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো আব্দুল্লাহ খান (২৫), সৈয়দ হোছেন প্রকাশ সোনা মিয়া (২০), মোঃ আরিফ (২৪), সৈয়দুল করিম (২৫), আরাফাত উদ্দিন প্রকাশ সুজন (২১), খাইরুল বাশার প্রকাশ হাছান(২৬), মজিবুর রহমান(৩৩) ও মোঃ বাদল প্রকাশ বাহাদুর(২৮)।
এদিকে একইরাতে ঈদগাঁও উপজেলার ভাদিতলা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৯ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত হলো আসিফুর রহমান আসিফ (২১), মোঃ আব্দুল জলিল প্রকাশ কায়সার (২২), আব্দুল্লাহ আল মুহিম (২০), মোঃ নাহিম (২১), সাজ্জাদ মিয়া (২১), মোঃ ইসমাইল উদ্দিন প্রকাশ গুরা মিয়া (২০), আব্দুল মালেক প্রকাশ মালেক (২৪), মোঃ পারভেজ (২৩) ও শাহরিয়াজ ওসমান হৃদয় (২০)।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের ঈদগাঁও থানায় এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র্যাব ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-