স্টাফ রিপোর্টার, উখিয়া :
মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির এক সদস্য। এছাড়া আরেকজন গুলিবিদ্ধ মিয়ানমার নাগরিক এসেছেন। বর্তমানে গুলিবিদ্ধ মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তরে পরিচালনাধীন চিকিৎসাধীন রয়েছে বলে আর্মড পুলিশ ব্যাটালিয়ান সূত্রে জানা যায়।
গুলিবিদ্ধ মিয়ানমারের হোসেন আহমেদের ছেলে ইউসুফ নবী (২০)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরজন মিয়ানমারের ৩ বিজিপির সদস্য পি পিউ কাইং উখিয়ার ময়নার ঘোনা পুলিশ ক্যাম্পে মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির সদস্যকে হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (২২ মে) সকাল ১১টার সময় উখিয়ার ১১ ময়নার ঘোনা পুলিশ এপিবিএন পুলিশ চেকপোস্টে তাদের আটক করেন। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (ডিআইজি) আমির জাফর সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, একজন বিজিপির সদস্য প্রাণ বাঁচাতে এদেশে পালিয়ে আসেন। রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়ার সময় এপিবিএন পুলিশ আটক করেন। দুপুরের দিকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়। অপর মিয়ানমার নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-