স্টাফ রিপোর্টার, উখিয়া :
কক্সবাজারের উখিয়ার শীলেরছড়া এলাকায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
এর আগে, একই দিন সন্ধ্যায় উপজেলার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. সেলিম (৩০) উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের মৃত নুর আহাম্মদের ছেলে।
র্যাবের অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া এলাকায় মাদক কেনা-বেচার জন্য কিছু লোকজন অবস্থান করছে এমন খবরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক ২-৩ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় তাদের ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যান। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি বন্দুক ও পাঁচটি গুলি পাওয়া যায়।
র্যাবের এ কর্মকর্তা জানান, আটক সেলিম রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীয় অপরাধী চক্রের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-