এসএসসিতে জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের চমক!

উখিয়া প্রতিনিধি:


সদ্য প্রকাশিত এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমানের পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে উখিয়া উপজেলার জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা।

গতবছরের তুলনায় এবারে পাশের হার তুলনামূলক বেশি। উখিয়া মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ে ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১জন জিপিএ-৫ সহ উত্তীর্ণ হয়েছে ৬০জন। এবারে পাশের হার ৯৫ দশমিক ২৪ শতাংশ।

গতবারের ফলাফলে উপজেলার সবচেয়ে বেশি অকৃতকার্যের তালিকায় প্রথম ছিলো বিদ্যালয়টি। গতবারের পরীক্ষায় ৯৪জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলো। তবে বিদ্যালয় পরিচালনা কমিটির আন্তরিকতা প্রচেষ্টায় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে এবারে ৯৫ দশমিক ২৪ শতাংশ পাশের হার সম্ভব হয়েছে বলে জানান পরীক্ষার্থীরা।

জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার পাল জানায়,”আমরা সবসময় চেষ্টা করি পাঠদান কার্যক্রম ভালোভাবে করার। গতবারের যে ভরাডুবি হয়েছে তা এবারের ফলাফলে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি শুধুমাত্র বিদ্যালয় পরিচালনা কমিটির আন্তরিকতার কারণে ও পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখার কারণে। ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে চেষ্টা থাকবে বলে জানান তিনি।”

বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য শামসুল আলম সোহাগ জানান,” এবারের এসএসসির ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলতে আমাদের চেষ্টা সবসময় থাকবে। ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সকল প্রকার সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।”

আরও খবর