মোঃ মাসুম হোসেন:
পৃথিবীতে মোট বৃক্ষের সংখ্যা কত—প্রশ্নটি শুনে মনে হতে পারে, আমাদের মাথায় কিংবা সারা শরীরে কতগুলো চুল আছে, এটি সেই রকম প্রশ্ন, যা গুণে দেখা অসম্ভব কাজ। তবে বিজ্ঞানের বিস্ময়কর ক্ষমতায় এ সকল সংখ্যাতত্ত্বের বিষয়টি এখন অর কঠিন কিছু নয়। জানা গেছে, পৃথিবীতে বৃক্ষের সংখ্যা ৩ লক্ষ কোটির কাছাকাছি। যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির থমাস ক্রোথার ও তার সহকর্মীরা স্যাটেলাইট হতে ধারণ করা ছবি বিশ্লেষণ করে বৃক্ষের এই সংখ্যা নিরূপণ করেছেন কয়েক বছর পূর্বে। বর্তমানে রাশিয়াতে সর্বাধিক বৃক্ষ রয়েছে, সংখ্যায় যা ৬৯ হাজার ৮৩৪ কোটি। পরিসংখ্যানের কিছু কিছু বিষয় বেশ চমকপ্রদ। যেমন প্রশ্ন জাগতে পারে, পৃথিবীতে মানুষপিছু কতগুলি করে বৃক্ষ রয়েছে? গার্বিয়েল হেমেরির তৈরি করা বিশ্বমানচিত্রের মাধ্যমে দেশ অনুযায়ী এর উত্তরও খুব সহজে পাওয়া যায়। যেমন কানাডায় মাথাপিছু বৃক্ষের সংখ্যা ৮ হাজার ৯৫৩। রাশিয়ার রয়েছে ৪ হাজার ৪৬১টি বৃক্ষ। আমাজনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কী হয়েছে, তার উত্তর এই মুহূর্তে না মিললেও সেখানে বৃক্ষ কাটা ও আগুন লাগানোর ঘটনা ঘটতেছে বহুকাল ধরে। তবুও ব্রাজিলে মাথাপিছু বৃক্ষের সংখ্যা ১ হাজার ৪৯৪। অন্যদিকে যুক্তরাষ্ট্রে মাথাপিছু বৃক্ষ রয়েছে ৭১৬টি। ফ্রান্স ও ব্রিটেনে মাথাপিছু বৃক্ষ রয়েছে যথাক্রমে ১৮২ ও ৪৭টি। নিশ্চয়ই আমাদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমাদের দেশে মাথাপিছু বৃক্ষের সংখ্যা কত? আমাদের বৃহৎ প্রতিবেশী দেশ ভারতের রয়েছে মাথাপিছু ২৮টি বৃক্ষ। আর বাংলাদেশের? মাত্র ৬টি! যেখানে প্রতিবেশী নেপাল আর ভুটানে মাথাপিছু বৃক্ষ রয়েছে যথাক্রমে ১১৯ ও ২ হাজার ৪১৮টি। এমনকি আফগানিস্তানেও রয়েছে মাথাপিছু ১২টি বৃক্ষ!
বিপুল জনসংখ্যা এবং স্বল্প আয়তনের এই দেশে মাথাপিছু মাত্র ছয়টি বৃক্ষ রয়েছে—এই পরিসংখ্যান বলে দেয় যে আমরা কতখানি বৃক্ষহীন পরিবেশে বসবাস করতেছি। নিকট প্রতিবেশীর মধ্যে আমরা কেবল ভালো অবস্থানে আছি পাকিস্তানের চাইতে। দেশটির জনঘনত্ব আমাদের তুলনায় অনেক কম হলেও মাথাপিছু বৃক্ষের সংখ্যা মাত্র ৫। ‘ন্যাচার’ জার্নাল জানিয়েছে, নতুন পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে মানুষের জন্য মাথাপিছু অন্ততপক্ষে ৪২০টি বৃক্ষ রয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ তথ্য হলো—বিশ্বে প্রতিবছর ১৫ বিলিয়ন বৃক্ষ নিধন করতেছে মানুষ। বিপরীতে মাত্র ৫ বিলিয়ন বৃক্ষ রোপণ করা হচ্ছে। মানুষের জীবনে বৃক্ষের কী গুরুত্ব, তা নতুন করে বলার কিছু নাই। সাধারণভাবে একটি বৃক্ষ পাঁচ জনের একটি পরিবারের সারা বছরের অক্সিজেনের জোগান দেয়। গ্রিনহাউজ গ্যাস নিয়ে যে শোরগোল শোনা যাচ্ছে কয়েক দশক ধরে, তার লাগাম টেনে ধরতে পারে একমাত্র বৃক্ষের সমাহার। আধুনিক সভ্যতা যেই জীবাশ্ম জ্বালানির মাধ্যমে গতিপ্রাপ্ত হয়েছে, সেই গতি রোধ করা সম্ভব নয়। সুতরাং শেষ ভরসাস্থল ঐ বৃক্ষই। মাথাপিছু মাত্র ছয়টি বৃক্ষ নিয়ে আমরা যোজন পথ পিছিয়ে আছি। ১৫ কোটি মানুষ যদি প্রতিবছর মাথাপিছু একাধিক বৃক্ষ রোপণ করে এবং তা টিকিয়ে রাখার ব্যবস্থা গ্রহণ করে, তা হইলে আমরাও সবুজের মাত্রা বৃদ্ধি করিতে পারব। এই জন্য বৃক্ষরোপণকে নিজেদের সংস্কৃতির অংশ করে গড়ে তুলতে হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-