টেকনাফ সংবাদদাতা :
কক্সবাজারের টেকনাফ শীলখালিতে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ নুর (৩৫) নামে একব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ মে) উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ নুর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার বাসিন্দা মৃত হাবিবুল্লাহ ছেলে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চালকের স্বীকারোক্তিতে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ দুই হাজার টাকা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-