চকরিয়ায় পাঁচ বছরের দুই সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৫

চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় ৫ বছরের দুই সাজাপ্রাপ্ত সহ ৫ আসামিকে গ্রেফতার করেছে হারবাং পুলিশ ফাঁড়ির চৌকস আভিযানিক দল।

গতকাল ২৯ এপ্রিল (সোমবার) গভীররাতে উপজেলার নোনাছড়ি, নোয়াপাড়া, খাটাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, দ্রুত বিচার মামলা নং-১৬/০২ এর আসামী হারবাং পাহাড়তলী এলাকার মৃত ফজল করিমের ছেলে মো. বজল হক (৪৫) ও একই মামলার হারবাং নোয়াপাড়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে আবদুস ছোবহান (৪৮)।

অপর তিন আসামি হলেন, জিআর-১৫৯/১৮ (দস্যুতা মামলা)’র ওয়ারেন্টভুক্ত আসামী হারবাং স্টেশনপাড়া এলাকার মৃত বদিউল আলমের ছেলে শাহাদাত হোসেন ওরফে সাবেকু (৩৫), জিআর-১৬৩/২৪ মামলার আসামী হারবাং নোনাছড়ি এলাকার মহি উদ্দিনের ছেলে মো. ওসমান গনি (৪২), এবং জিআর -১৬৩/২৪ মামলার আসামী হারবাং গুচ্ছ গ্রামের মৃত করিম দাদের ছেলে নুরুল ইসলাম(৪৫)।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি আইসি জাহাঙ্গীর আলম, এসআই মহসীন চৌধুরী- পিপিএম সঙ্গীয় এএসআই রাজীব ধর, এএসআই সোলায়মান খাঁন ফোর্সসহ রাতভর অভিযান চালিয়ে ৫ বছরের দুই সাজাপ্রাপ্ত আসামি সহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার ৫ আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর