কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে দুজন মহিলা নিহত

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসের দু’জন যাত্রী নিহত হয়েছেন। নিহত দুজনেই মহিলা। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ৮ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খোদাইবাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মোজাম্মেল হক।

তিনি বলেন, ঈদগাঁও উপজেলার খোদাইবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত দু’জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিহত দুজনেই মহিলা । আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে।

আরও খবর