উখিয়া নাগরিক পরিষদ গঠিত

প্রেস বিজ্ঞপ্তি :


কক্সবাজারের উখিয়ায় উখিয়া নাগরিক পরিষদ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে। এতে মাহবুবুর রহমান মাহবুব কে সভাপতি ও অধ্যাপক মোজাফফর আহমদ কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যদের কমিটি গঠন করা হয়।

৫ এপ্রিল (শুক্রবার) বিকালে উখিয়ার কোর্টবাজারস্থ একটি রেস্টুরেন্টে এ সংগঠনটির আত্মপ্রকাশ করেন।

এর আগে সংগঠনটি গঠনকল্পে এক আলোচনা সভা মাহবুবুর আলম মাহবুব এর সভাপতিত্বে ও জসিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে সামাজিক সংগঠনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, দলিলুর রহমান শাহীন, ডা. বিসি বড়ুয়া, অধ্যাপক মোজাফফর আহমদ, ক্রীড়া ব্যক্তিত্ব ছানা উল্লাহ, এডভোকেট রুহুল আমীন চৌধুরী রাসেল প্রমুখ।

সভা শেষে সর্বসম্মতিক্রমে মাহবুবুর রহমান মাহবুব কে সভাপতি ও অধ্যাপক মোজাফফর আহমদ কে সাধারণ সম্পাদক কে ১৯ সদস্যদের কমিটি গঠন করা হয়।

কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে দলিলুর রহমান শাহীন, ডা. বি সি বড়ুয়া ও এডভোকেট রুহুল আমীন চৌধুরী রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আজাদ ও সোহেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে জসিম আজাদ, এনায়েত উল্লাহ চৌধুরী টিটু, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, অর্থ সম্পাদক ছানা উল্লাহ, প্রচার সম্পাদক রফিক মাহমুদ, নির্বাহী সদস্য শামসুল আলম ভুল, বিজন বড়ুয়া, হুমায়ুন কায়সার মামুন, সিরাজুল হক, সবুজ বড়ুয়া ও জসিম উদ্দিন।

আরও খবর