টেকনাফ সৈকত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত এলাকা থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার বিকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন কাটাবুনিয়া স্লুইসগেইটের দক্ষিণ পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নৌ পুলিশের পরিদর্শক ওসি তপন কুমার বিশ্বাস।

তিনি জানান, অর্ধগলিত মরদেহ সমুদ্রের কিনারায় ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পায়। স্থানীয় লোকজন কর্তৃক টেকনাফ নৌ পুলিশ ফাঁড়িকে অবগত করা হয় মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহটি ১০-১৫ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। বয়স শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও খবর