ডিবিসি নিউজ টেলিভিশনের ডিজিটাল মিডিয়া’র টেকনাফ প্রতিনিধি নিয়োগ পেলেন সাংবাদিক শাহীন

প্রেস বিজ্ঞপ্তি:

ডিবিসি নিউজ টেলিভিশনের ডিজিটাল মিডিয়ায় টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো: শাহীন।

৮ মার্চ (শুক্রবার) ডিবিসি নিউজ টেলিভিশনের ঢাকা অফিসে প্রতিনিধি সম্মেলন শেষে টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগপত্র প্রদান করেন।

তিনি ২০১২ সাল থেকে সাংবাদিকতার মহান পেশায় সংবাদকর্মী হিসাবে লিখা-লিখি শুরু করেন। তিনি বর্তমানে জাতীয় দৈনিক খবরের কাগজে কর্মরত রয়েছে। পূর্বে তিনি দৈনিক বর্তমান, দৈনিক ঢাকা টাইমস, দৈনিক মানবকন্ঠ, দৈনিক নয়াশতাব্দী, সিপ্লাস টিভি, কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সমুদ্র বার্তা, সকালের কক্সবাজার প্রতিনিধি হিসেবে কাজ করে ছিলেন।

এছাড়া, ডিবিসি নিউজ টেলিভিশনের ডিজিটাল মিডিয়ায় টেকনাফ উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়ায় ডিবিসি নিউজ টেলিভিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও খবর