টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন রোহিঙ্গা শিশু বলে জানা গেছে।দুই শিশুর মরদেহ উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়।
নিহতরা হলেন- টেকনাফের মহেশখালিয়াপাড়া এলাকার শামসুল আলমের মেয়ে রিয়া মনি (১২) ও পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মোহাম্মদ শুক্কর মেয়ে রোহিঙ্গা তাসলিমা (১২)।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে টেকনাফের পশ্চিম সাতঘরিয়া পাড়া ঘোল পুকুর গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে টেকনাফ মডেল থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করেছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-