আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের রামুর মরিচ্যা চেকপোষ্টে তল্লাশী চালিয়ে ১ কোটি ৮৯ লক্ষ টাকার ২৪ টি স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে বিজিবি।
শনিবার(১০ ফেব্রুয়ারি) বিকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) পরিচালক অধিনায়ক লে.কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তি উলায়িং রাখাইন (৩৯) কক্সবাজার সদরের চৌফলদন্ডী এলাকার উত্তর মগপাড়া গ্রামের সুইছিন রাখাইনের ছেলে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর দাবি, মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা সূত্রে জানা যায় যে, আর্ন্তজাতিক চোরাচালান চক্রের একজন সদস্য বিপুল পরিমান স্বর্ণ নিয়ে অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে। ওই চোরাচালানি মরিচ্যা যৌথ চেকপোষ্ট অতিক্রম করার খবর পেয়ে বিকেল ৩ টার সময় একটি সিএনজি তল্লাশি করে বিজিবি। ওই সিএনজির এক যাত্রীর কাছে ২৪ টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। যার ওজন প্রায় ১৯৯৩.৭০ গ্রাম বলে জানায় বিজিবি। যার বাজার মূল্য ১ কোটি ৮৯ লক্ষ টাকার অধিক। এসময় তার কাছ থেকে দেড় হাজার টাকা দামের একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
অবৈধভাবে সীমান্ত দিয়ে বর্ণিত স্বর্ণ চোরাচালান কাজে জড়িত থাকায় উক্ত চোরাকারবারীকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-