কক্সবাজারে যুবকের লাশ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার শহরের মাঝিরঘাট এলাকা থেকে মো. ইলিয়াছ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঝিরঘাট এলাকার বাঁকখালী নদী পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভোরে একজন বোটের শ্রমিক প্রথমে মরদেহটি দেখতে পেয়ে কক্সবাজার সদর থানায় খবর দিলে পুলিশ মরদেহদটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ইলিয়াছ খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। গত ৩ দিন আগে ইলিয়াছ নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও তার খোঁজ মেলেনি। স্বজনরা মনে করছেন এটি পরিকল্পিত হত্যা৷

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও খবর