কক্সবাজার জার্নাল প্রতিবেদক :
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের থাইংখালী বিটে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কেটে পাচারকালে মাটিভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে।
৬ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টার দিকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ বনকর্মী, এবং স্টাফদের সহযোগিতায় রহমতের বিল এলাকা থেকে ডাম্পার জব্দ করা হয়।
সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত ওই এলাকার মৃত ওসমানের ছেলে আবুল হোসেন পাহাড় কাটার সাথে জড়িত। সে বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পাহাড় কেটে রমরমা মাটির ব্যবসা করে আসছিলো। অবশেষে উখিয়া বন বিভাগের গোপন অভিযানে পাহাড় কাটা অবস্থায় মাটি ভর্তি ডাম্পার আটক করা হয়।
থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ বলেন, সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে মাটি কেটে পাচারকালে মাটি ভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে। মাটিভর্তি ডাম্পার আটক পূর্বক রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, মাটিভর্তি ডাম্পার গাড়িটি ওই এলাকার আবুল হোসেনের বলে জানা গেছে। তার বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন , অবৈধ বালু উত্তোল, সরকারি বন ভূমি জবরদখলমুক্তসহ পাহাড় খেকোদের বিরুদ্ধে বন বিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন। ভূমিদস্যু,কাঠ এবং বালু পাচারকারী সিন্ডিকেটদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। সরকারি বন ভূমি উদ্ধার, অবৈধ বালু উত্তোলন রোধে বন বিভাগের প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-